WordPress কি? ওয়ার্ডপ্রেস এর কাজ ও সুবিধা WordPress কি এবং ওয়ার্ডপ্রেস কি কি কাজে ব্যবহার করা হয় সেটা প্রত্যেক web designer বা blogger খুব ভাল করে বলতে পারবেন। বর্তমানে বিশ্বের সেরা এবং প্রচলিত CMS software হলো WordPress . এই অনলাইন সফটওয়্যার বা টুল এর মাধ্যমে আপনারা যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব সহজে। আপনাদের যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা সম্পর্কে জ্ঞান না থাকে তাহালে কোনো চিন্তা করবেন না। কারণ, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের বলবো WordPress এর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবো। যেমন- ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস এর কাজ এবং লাভ ও সুবিধা গুলো। আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহালে ওয়ার্ডপ্রেস ব্যবহার করাটা আপনার জন্য জরুরি। তাছাড়া ব্লগিং এর ক্ষেএে WordPress online CMS software ব্যবহার করাটা অনেক বেশি সহজ। বর্তমানে বিশ্বের প্রায় ৬৫% এর বেশি ওয়েবসাইট তৈরি করা হচ্ছে ওয়ার্ডপ্রেস দ্বারা। Netcraft থেকে প্রচার করা সার্ভেতে পাওয়া গেছে বিশ্বের প্রায় ৭৫ হাজার লক্ষ এর বেশি ওয়েবসাইট তৈরি করা হয়ে WordPress CMS software দিয়ে। WordPress vs Blogger ওয়েবসাইট
Posts
Showing posts from November, 2021